কিভাবে NeoBux সাইট টিতে একাউন্ট খুলবেন
NeoBux এ একাউন্ট খুলতে প্রথমে নিচের সবুজ রঙের বাটন/লিঙ্কটি ক্লিক করে NeoBux এর ওয়েব সাইট এ যান। লিঙ্কটিতে ক্লিক করলে NeoBux সাইট টি একটি নতুন উইন্ডো বা ট্যাব এ খুলবে।
উপরের ডান দিকের "Register" বাটন টিতে ক্লিক করুন।
পরবর্তী পেজ এ সাইট টির জন্য আপনার পছন্দের Username, Password, আপনার ইমেইল, Payza/Paypal একাউন্ট এর ইমেইল ও জন্ম সন পুরুন করুন। এই মুহুর্তে আপনার কোনো Payza বা Paypal একাউন্ট না থেকে থাকলে সেখানে আপনার ইমেইল এড্রেস টি দিলেই চলবে। অথবা এই লিংক টি থেকে Payza একাউন্ট খুলে নিতে পারেন। ফর্মটি নিচের মতো করে পুরুন করুন:
পাসওয়ার্ড টি অন্তত ৪ অক্ষরের হতে হবে। "Verification Code:" এ পাশের লেখাটি হুবুহু টাইপ করুন। নিচের "I declare to have read, understood, and accepted the Terms of Service." লেখার আগে টিক চিহ্ন দিতে ভুলবেন না। এরপর continue বাটন টিতে ক্লিক করুন। NeoBux এর পেজ টি খোলা রেখেই আপনার ইমেইল চেক করুন।
Continue বাটন তিতে ক্লিক করার পরে আপনার ইমেইল একাউন্ট এ একটি ইমেইল চলে যাবে। ইমেইল টি NeoBux (auto2@neobux.com) হতে আসবে এবং সাবজেক্ট Email verification থাকবে।
ইমেইল টি খুললে "All you have to do now is copy-paste this code in the registration form:" লেখার নিচে একটি লোড দেখতে পাবেন। কোড টি কপি করে নিন।
এখন আবার NeoBux সাইট এ ফিরে গিয়ে ইমেইল হতে কপি করা কোড টি পেস্ট করুন।
"Verification Code:" এ পাশের লেখাটি হুবুহু টাইপ করুন। এর পরে নিচের finish registration লেখা বাটন টিতে ক্লিক করুন।
NeoBux এর কোড দেবার এই পেজ টি বন্ধ করে দিয়ে থাকলে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে আগের ইমেইল টি ই আবার ব্যবহার করতে পারবেন।
এর পরের এই স্ক্রিন টি আসলেই আপনার একাউন্ট খুলা হয়ে গেল।
এখন নিচের login বাটন টি ক্লিক করে আপনার একাউন্ট এ ঢুকতে পারবেন।
Login পেজ টি তে আপনার Username এবং Password দিয়ে (একাউন্ট খুলার সময় যা দিয়েছিলেন) send বাটন টিতে ক্লিক করে আপনার একাউন্ট এ ঢুকুন। Secondary Password লেখা ঘরটি ফাকা রাখুন।
Login করার পর নিচের মতো একটি পেজ দেখবেন:
এই পর্যন্ত আসলেই আপনার একাউন্ট খুলা হয়ে গেল। এখন কিভাবে NeoBux হতে ক্লিক করে অর্থ উপার্জন করবেন তার জন্য টিউটোরিয়াল এর পরের অধ্যায়টি দেখুন।
0 Comments